11/15/2025 এশিয়া কাপেও অনিশ্চিত শ্রেয়াস আয়ার
স্পোর্ট ডেস্ক
২৬ June ২০২৩ ১৯:৩৬
বছরের শুরুতে বোর্ডার-গাভাস্কার সিরিজে ইনজুরিতে পড়েছিলেন শ্রেয়াস আয়ার। ওই ইনজুরিতে এশিয়া কাপ ক্রিকেট মিস করতে পারেন ডানহাতি ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটার।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আয়ার এখনও তার কোমরে কিছু সমস্যা অনুভব করছেন। ব্যথা কমাতে ইনজেকশনও নিয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, ‘আয়ার সম্প্রতি ন্যাশনাল ক্রিকেট একাডেমির চিকিৎসকের পরামর্শে কোমরের ব্যথা কমাতে ইনজেকশন নিয়েছেন। তার কোমরে এখনও কিছু সমস্যা রয়ে গেছে।’
কিন্তু ঠিক ঠাক সুস্থ না হওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে তার। যে কারণে আইপিএলের পুরো মৌসুমও মিস করেছেন। এবার এশিয়া কাপ, বিশ্বকাপের মতো মেগা আসরেও অনিশ্চিত তিনি।