11/14/2025 কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি
অনলাইন ডেস্ক
৬ July ২০২৩ ১৮:০৭
বেনাপোলসহ দেশের সবগুলো স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচা মরিচ। পর্যাপ্ত পরিমাণ ভারতীয় কাঁচা মরিচ আমদানিতে স্বস্তি ফিরেছে দেশের কাঁচা বাজারে।
কোরবানির ঈদ সামনে রেখে হঠাৎ বেড়ে যায় কাঁচা মরিচের দাম। এলাকা ভেদে পাঁচশ’ থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ।
সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিলে ২ জুলাই থেকেই বেনাপোলসহ বিভিন্ন বন্দর দিয়ে শুরু হয় কাঁচা মরিচ আমদানি।
এরপর থেকেই দেশের বাজারে কমতে থাকা কাঁচা মরিচের দাম। জানা গেছে অধিকাংশ বাজারেই কাঁচা মরিচের দাম ২০০ টাকার কাছাকাছি নেমে এসেছে।
আর নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কমায় ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরেছে।