11/15/2025 এক যুগ পর বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস
স্পোর্ট ডেস্ক
৭ July ২০২৩ ১৫:১২
স্কটল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস। স্কটিশদের দেওয়া ২৭৮ রানের লক্ষ্য তারা টপকে গেছে ৪৩ বল হাতে রেখেই।
টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। ব্রেন্ডন ম্যাকমুলেনের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রানের পুঁজি দাঁড় করায় স্কটিশরা।
জবাবে ৬৫ রানের জুটিতে নেদারল্যান্ডসকে জয়ের ভিত গড়ে দেন বিক্রমজিৎ সিং (৪০) ও ম্যাক্স ও’ডাউড (২০)। তবে দলীয় ৭২ রানের মধ্যে ফিরে যান এ দুজন। তবে একপ্রান্ত আগলে রাখেন ডি লিড। প্রথমে জুটি বাঁধেন স্কট এডওয়ার্ডসকে নিয়ে। সেটা অবশ্য ৫৫ রানের বেশি টেকেনি।
তবে সাকিব জুলফিকারকে সঙ্গে নিয়ে আরও আগ্রাসী রূপ ধারণ করেন ডি লিড। তাতে ষষ্ঠ উইকেট জুটি থেকে ৬৯ বলে ১১৩ রান পায় নেদারল্যান্ডস। ডি লিড ১২৩ রানে ফিরে গেলেও ততক্ষণে ডাচদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে। শেষ পর্যন্ত ৪৩ বল হাতে রেখেই লক্ষ্য পাড়ি দেয় দলটি।
উল্লেখ্য, বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া আরেক দল হলো শ্রীলঙ্কা।