11/15/2025 বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কা
স্পোর্ট ডেস্ক
১০ July ২০২৩ ১৪:১৩
ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল বাছাইপর্বের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে আজ রবিবার নেদারল্যান্ডসকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাছাইপর্বের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গেল শ্রীলঙ্কা।
রানার্সআপ হলেও আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে নেদারল্যান্ডসের। ঘরের মাঠে বাছাইপর্ব হলেও বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে।
ফলে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।