11/15/2025 আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন ইবাদত
স্পোর্ট ডেস্ক
১০ July ২০২৩ ১৪:২৩
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেল পেসার ইবাদত হোসেনের জন্য। বাম পায়ের হাঁটুর ইনজুরিতে তিনি দল থেকে ছিটকে গেছেন। ইবাদতের বদলি হিসেবে এখনো কাউকে নেওয়ার কথা জানায়নি বিসিবি। গতকাল শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি হাঁটুতে চোট পান।
গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। জাতীয় দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘এমআরআই স্ক্যান করে দেখা গেছে এটা বড় কোনো ইনজুরি নয়।
আমরা আশা করছি, দুই সপ্তাহের মধ্যেই ইবাদত সুস্থ হয়ে উঠবেন। তিনি দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।