11/14/2025 তিস্তার পানি বৃদ্ধিতে আতঙ্কে আশেপাশের মানুষ
অনলাইন ডেস্ক
১৪ July ২০২৩ ২০:৪৯
নীলফামারীতে তিস্তা নদীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল ৯টায় কিছুটা কমলেও ৩২ সেন্টিমিটার ওপরে ছিল। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় সেখানে পানিপ্রবাহ ছিল বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে।
উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। ফলে নদীবেষ্টিত জেলার ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের ১৫টি চর গ্রামের তিন সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা ৬টায় আরো বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার এবং রাত ৯টায় ৩৭ সেন্টিমিটার ওপরে ওঠে।