11/15/2025 বড় প্রস্তুতি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক
২৪ July ২০২৩ ১৪:০৪
আগামী ২৭ জুলাই বিএনপির কর্মসূচি ঘিরে রাজপথে বিশৃঙ্খলা, সহিংসতার অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা মনে করছে, আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুলের লক্ষ্য নিয়ে বিএনপির মহাসমাবেশ ডাকা হয়েছে। ফলে এদিন ক্ষমতাসীনরা রাজধানীতে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে রাজপথে থাকবে।
এ নিয়ে গতকাল রবিবার থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা অধিকার পত্রকে তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্রগুলো জানায়, বিএনপিকে রাজপথ দখলের কোনো সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসার পথে যেন কোনো রাস্তায় বসে পড়তে না পারেন সে বিষয়ে সজাগ থাকবেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা