11/15/2025 আসছে মেয়েদের বিপিএল; শুরু হবে স্কুল ক্রিকেটও
আসছে মেয়েদের বিপিএল; শুরু হবে স্কুল ক্রিকেটও
স্পোর্ট ডেস্ক
২৪ July ২০২৩ ১৫:৩৩
ভারতের বিপক্ষে এই সিরিজ শুরুর আগেও মেয়েদের বিপিএলকে কর্তাদের কাছে মনে হচ্ছিল দূরের তারা। সাফল্য সেটিকেও এনে দিল হাতের নাগালেই।গতকাল রাজধানীর এক পাঁচতারা হোটেলে নিগারের দলকে নিয়ে বসা বোর্ড সভাপতি নাজমুল হাসান ৩৫ লাখ টাকা বোনাস ঘোষণার পাশাপাশি মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাবিকে তাৎক্ষণিকভাবে অনুমোদনও দিয়েছেন। এই সাফল্যের কারণে সেটিও গতি পেল। স্পন্সর বলেন, বাড়তি খরচের ব্যাপারও আছে। আজ পাপন ভাই বলেছেন, বাইরে থেকে দল মালিক পাওয়া না গেলে বিসিবি নিজস্ব অর্থায়নে চারটি দল করবে। স্কুল প্রতিযোগিতার মাধ্যমে মেয়েদের ক্রিকেটকে তৃণমূলে নিয়ে যাওয়ার ভাবনাও হালে পানি পেল এবার, ‘স্কুল ক্রিকেট নিয়ে কাজ করার জন্য আমরা প্রথম বসেছিলাম আজ থেকে তিন বছর আগে। সব বিভাগের সাধারণ সম্পাদকদের সঙ্গে বসে পরামর্শ করেছিলাম কিভাবে স্কুল ক্রিকেটটি করা যায়। আমরা যে কাজগুলো করি, তা তো জেলা ও বিভাগের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়। এবার প্রত্যেক বিভাগে না পারলেও কিছু জায়গায় আমরা শুরু করব।’ তাতে নারী ক্রিকেটারের সংকটও মিটে যাবে বলে আশা শফিউলের।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com