11/15/2025 আগামীকাল ঢাকার প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ
আহসানুল ইসলাম আমিন
২৯ July ২০২৩ ০৩:২৯
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির পর এবার ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। আগামীকাল শনিবার (২৮ জুলাই) সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ।
যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আগামীকাল শনিবার (২৮জুলাই) বেলা ১১টা থেকে আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবু বাজার, সাইনবোর্ড, কাঁচপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ।
প্রসঙ্গগত এর আগে ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এ কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবস্থান নিলে আপনাদের চলার পথও বন্ধ করে দেবো।