11/15/2025 আগামী মৌসুমে ৪০ গোল করতে চান রাশফোর্ড
স্পোর্ট ডেস্ক
৫ August ২০২৩ ২২:১৩
আগামী মৌসুমে ৪০ গোল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। তার এই প্রত্যাশার খবর শুনে সাবেক তারকা ওয়েইন রুনি তার ইউনাইটেডের গোলের রেকর্ড ভাঙ্গতে রাশফোর্ডের প্রতি শুভকামনা জানিয়েছেন।
ম্যানইউয়ের জার্সিতে ২৫৩ গোল করে রুনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে এখনো রেকর্ড ধরে রেখেছেন। সম্প্রতি পাঁচ বছরের চুক্তি নবায়নের মধ্য দিয়ে ২৫ বছর বয়সী রাশফোর্ড নিজেকে নিয়ে যেতে চান সেই উচ্চতায়।
গত মৌসুমে ৩০ গোল করে ইউনাইটেড জার্সিতে গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ১২৩’এ। রুনির সর্বকালের ইউনাইটেড রেকর্ড সম্পর্কে রাশফোর্ড বলেন, ‘কেউ বলতে পারে না ভবিষ্যতে কী হবে। আমার কাছে ফুটবল মানেই গোল ও অ্যাসিস্টের চেষ্টা করা। অবশ্যই রেকর্ড ভাঙ্গার সম্ভাবনা তো আছেই।