11/14/2025 ডিজিটাল নিরাপত্তা আইন এখন সাইবার নিরাপত্তা আইন
অনলাইন ডেস্ক
৮ August ২০২৩ ১৯:৪৫
বহুল আলোচিত ও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ আইন-২০২৩ প্রণয়ন করতে যাচ্ছে সরকার। পুরনো আইনের কিছু ধারা সংযোজন করে আগামী সেপ্টেম্বরে নতুন আইনটি পাস হওয়ার কথা রয়েছে।
সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে বহুল আলোচিত আইনটি পরিবর্তনের সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আইনমন্ত্রী আনিসুল হক নতুন আইনটির নানা দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
আনিসুল হক বলেন, ‘সাইবার অপরাধ আইন চালু হলে ডিজিটাল সিকিউরিটি বা নিরাপত্তা আইন বাতিল হয়ে যাবে। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে যে সমস্ত মামলা চলমান রয়েছে তা চলতে থাকবে এবং পরবর্তী সময়ে সাইবার অপরাধ আইনে সে মামলা চলবে।’