11/15/2025 সাঈদীর মৃত্যু নিয়ে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হবে: র্যাব
অনলাইন ডেস্ক
১৭ August ২০২৩ ২০:৫৪
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে যারা অপপ্রচার চালাবে তাদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশে কিংবা বিদেশে যারা অপপ্রচার চালানোর চেষ্টা করছে এবং চিকিৎসকদের হুমকি দিচ্ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান খন্দকার আল মঈন।