11/16/2025 গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আব্বাস-গয়েশ্বর
স্পোর্টস ডেস্ক
২০ August ২০২৩ ১৫:৩৭
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে সন্ধ্যার পর থেকে ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি জানান, শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে তাকেই গ্রেপ্তার করা হয়েছে।
নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এই খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
তারা কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, এখনো সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে।