11/15/2025 অবসর ভেঙে ফেরায় স্টোকসের কঠোর সমালোচনায় পেইন
স্পোর্টস ডেস্ক
২০ August ২০২৩ ১৬:৪৫
দুটি বিশ্বকাপজয়ী ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফেরার খবরে সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। কিন্তু বিশ্বকাপের আগে অবসর থেকে ওয়ানডেতে বেন স্টোকসের ফেরাকে ভালোভাবে নিতে পারছেন না টিম পেইন !অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়কের মতে, বেন স্টোকস আত্মকেন্দ্রিক এবং স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিয়েছেন।
এসইএন রেডিওতে আলাপচারিতায় টিম পেইন বলেন, ‘ওয়ানডে অবসর ভেঙে বেন স্টোকসের ফেরার বিষয়টি আমার কাছে মজার লেগেছে। এটা কেবলই তার আত্মকেন্দ্রিক ভাবনা, তাই নয় কি? বিষয়টি এমন যে আমি বেছে নেব কোথায় খেলতে চাই ও কখন খেলতে চাই এবং আমি বড় টুর্নামেন্টে খেলব।’
বেন স্টোকস অবসর ভাঙতে রাজি হওয়ায় কপাল পুড়েছে তরুণ তারকা হ্যারি ব্রুকের। ইংল্যান্ডের বিশ্বকাপ ভাবনায় ব্রুক নেই! এতে ইংল্যান্ডের হয়ে খেলা তরুণদের স্বপ্ন ভেঙে গেছে বলে মনে করেন পেইন।