11/16/2025 আল-আরাফাহ ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন আব্দুস সামাদ
অনলাইন ডেস্ক
২১ August ২০২৩ ০৬:১০
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্যদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পটিয়ার সন্তান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু।
রবিবার (২০ আগস্ট) ব্যাংকটির পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে আব্দুস সামাদ লাবুকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
পটিয়ার কৃতি সন্তান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী।
দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিঃ-এর চেয়ারম্যান।
তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)'র ভাইস চেয়ারম্যান। আব্দুস সামাদ লাবু বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।