11/15/2025 এশিয়া কাপে অনিশ্চিত পেসার ইবাদত হোসেন
স্পোর্টস ডেস্ক
২২ August ২০২৩ ০৪:১১
এশিয়া কাপের আগমুহূর্তে বাংলাদেশ দলে এলো দুঃসংবাদ। ইনজুরির কারণে পেসার ইবাদত হোসেন চৌধুরীর এশিয়া কাপে না খেলার সম্ভাবনাই বেশি। দারুণ ফর্মে থাকা এই পেসারের ইনজুরিটা পুরনো। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে চোট পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন।
এশিয়া কাপের দলে রাখা হলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ সোমবার গণমাধ্যমকে জানান, ইবাদত এখনো পুরোপুরি চোটমুক্ত নন। আগামীকাল মঙ্গলবার ফিজিওর রিপোর্ট পাওয়ার পর চুড়ান্ত সিদ্ধান্ত হবে। ইবাদতের জায়গায় এশিয়া কাপের দলে আসতে পারেন খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিব।