11/15/2025 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল
অনলাইন ডেস্ক
১ September ২০২৩ ২২:৩৫
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন।
ঢাকার দুই মহানগরে বিভিন্ন ওয়ার্ড থেকে ফেস্টুন, ব্যানার নিয়ে নয়া পল্টনে জড়ো হন তারা। জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটির নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
এর পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। র্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে জানা গেছে।