11/14/2025 ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
৪ September ২০২৩ ০৬:১৪
ডেঙ্গুতে নতুন করে দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য আধিদপ্তর। মৃত ১৬ জনের মধ্যে আটজন ঢাকার এবং আটজন ঢাকার বাইরের বাসিন্দা ছিল। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৬৩৪ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৬০৮ জন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ৩০২ জনে।
রবিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।