11/15/2025 ড. ইউনূসকে জেলে পাঠানোর চক্রান্ত করছে সরকার : ফখরুল
অনলাইন ডেস্ক
৭ September ২০২৩ ২২:১৩
সরকার নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে জেলে পাঠানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকার এমন এক সরকার যারা গুনি মানুষকে ন্যুনতম সন্মান করতে জানে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ড. ইউনূস একজন নোবেল লরেট। বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সরকার এখন উনার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে, তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে নব্বইয়ে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ‘নব্বইয়ের গণঅভ্যুত্থান ও কিছু কথা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনাসভা হয়।