11/15/2025 ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি
অনলাইন ডেস্ক
১১ September ২০২৩ ১৪:১০
বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার’ প্রতিবাদে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে।এর প্রতিবাদে এই সমাবেশ হবে।