11/14/2025 রাজ্জাককে পাশে পেলেন নাইম শেখ
স্পোর্টস ডেস্ক
১২ September ২০২৩ ১৪:৫৪
সময়ের সেরা দল নিয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া টাইগারদের কাছে হতাশাজনক পারফর্মেন্সে চারদিক থেকে ভেসে আসছে সমালোচনা। তবে সমালোচনাকে স্বাগত জানালেও এতটা বাড়াবাড়ি মানতে পারছেন না আব্দুর রাজ্জাক।
আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলম্বোয় থাকা অন্যতম নির্বাচক রাজ্জাক বলেন, ‘কেউ ক্লিক না করলে হয় নির্বাচকদের দোষ, হয় প্রেসিডেন্টের দোষ, নাহয় কোচ, অধিনায়কের দোষ। আমরা কেন এতো দোষ খুঁজি আমি বুঝি না। ঠিক আছে এটা ম্যাটার করে না।
আপনিই ক্লিয়ার করে দিলেন আপ টু দ্যা মার্ক না। এখন ক্লিক না করলে কিছু করার নাই। সে (নাঈম) নিজেই বুঝবে কি করতে হবে না হবে। ’আসরে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন ওপেনার হিসেবে খেলা নাঈম শেখ। অধিনায়ক সাকিবের পর এবার রাজ্জাককেও পাশে পেলেন এই ওপেনার।