11/15/2025 শ্রীনগরে রাসেল হত্যাকারীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৮ September ২০২৩ ০২:২০
এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে রাসেল হত্যাকারী আসামী আঃ রহমান এর সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে এই মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন, রাসেল হত্যার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারী আঃ রহমানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন নিহত রাসেলের পরিবার ও এলাকাবাসী।
গত ১৩ই সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুদ্রপাড়া গ্রামে আঃ রহমান তার আপন ভগ্নিপতি ঐ গ্রামের রশিদ খানের মোঃ রাসেল (২৭)কে ঘুমন্ত অবস্থায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর ২৪ ঘন্টা না পেরুতেই আইন শৃঙ্খলা বাহিনী আসামী আঃ রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।