11/15/2025 সরকারকে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম বিএনপির
অনলাইন ডেস্ক
২৫ September ২০২৩ ০৯:৩৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির পাশাপাশি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠনোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে সরকারকে এই সময়সীমা বেঁধে দেন তিনি। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ-এ কথা বলেই নেতাকর্মীদের সামনে কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এত অসুস্থ যে এখন চিকিৎসকরা বলেছেন, বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়। অবিলম্বে বিদেশে যদি তার উন্নত চিকিৎসা করা না হয়, তাহলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে।
শনিবারও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, আপনাদের যদি কিছু করার থাকে তাহলে করেন, দেশনেত্রীর শারীরিক অবস্থা ভালো নয়। ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। অন্যথায় তার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।