11/14/2025 এমবাপ্পের জোড়া গোলে ইউরোর চূড়ান্ত পর্বে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
১৪ October ২০২৩ ১২:০২
নেদারল্যান্ডস ম্যাচের আগেও কিলিয়ান এমবাপ্পের অফফর্ম নিয়ে হয়েছে জোর আলোচনা। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম আস্থা রেখেছিলেন এই ফরোয়ার্ডের ওপর। সেই আস্থার প্রতিদান দিতে ভুল করেননি এমবাপ্পে। ডাচদের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে পৌঁছে দিয়েছেন ২০২৪ ইউরোর চূড়ান্ত পর্বে।
সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচটি জিতেছে ২-১ ব্যবধানে।
ইয়োহান ক্রুফ স্টেডিয়ামে আধিপত্য ছিল ফ্রান্সেরই। চোটজর্জর ডাচদের তেমন সুযোগ দেয়নি ফরাসিরা। ম্যাচের বয়স সাত মিনিট না পেরোতেই ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে।
৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের ব্যবধান বাড়ান ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই গোলের মধ্য দিয়ে মিচেল প্লাতিনিকে (৪১) ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসে এমবাপ্পে এখন চতুর্থ সর্বোচ্চ গোলদাতা (৪২)।