11/18/2025 গাজা পুনর্দখলের ইচ্ছা নেই : ইসরায়েল
অনলাইন ডেস্ক
১৬ October ২০২৩ ১১:৫৪
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, হামাসের হামলার জবাবে স্থল আক্রমণের পর গাজা পুনরায় দখল করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই।
তিনি বলেন, গাজা দখল করতে বা গাজায় থাকার আমাদের কোনো আগ্রহ নেই। তবে যেহেতু আমরা আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করছি এবং তার একমাত্র উপায় হামাসকে নির্মূল করা, তাদের সক্ষমতা মুছে ফেলা। আমাদের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটার জন্য আমাদের যা যা করা দরকার তা করতে হবে।
সিএনএনের কাইটলান কলিন্সকে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।