11/18/2025 ভারত থেকে ৪১ কূটনীতিক প্রত্যাহার করল কানাডা
অনলাইন ডেস্ক
২০ October ২০২৩ ১৫:৪৮
ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়ে জোলি বলেছেন, গতকাল বৃহস্পতিবার ৪১ জন কানাডীয় কূটনীতিককে ভারত থেকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কূটনীতিকদের সঙ্গে সম্পর্কিত সবাইকে ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানান, ৪১ জন কূটনৈতিক চলে এলেও বাকি ২১ জন ভারতে কানাডা হাইকমিশনে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।
তিনি বলেন, কোনো দেশের কূটনীতিকদের ওপর থেকে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি সরিয়ে নেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে কানাডা ভারতের ওপর কোনো পাল্টা পদক্ষেপ নেবে না।