11/18/2025 ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার ৮ সেনা নিহত
অনলাইন ডেস্ক
২৫ October ২০২৩ ১৭:৫২
ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার অন্তত ৮ জন সেনা নিহত হয়েছে। ইসরায়েলের উত্তর সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি যোদ্ধারা রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের মধ্যে আরও নতুন ফ্রন্ট শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে ইসরায়েলি শত্রুরা অধিকৃত গোলান মালভূমি থেকে বিমান হামলা চালায়।
হামলায় সাত সৈন্য আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত সৈন্যের সংখ্যা ১১ জন, যাদের মধ্যে চার জন কর্মকর্তাও রয়েছেন।