11/14/2025 আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে : হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
৫ November ২০২৩ ২২:৫০
শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল সোমবার দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ রবিবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাথুরুসিংহে।
চলমান বিশ্বকাপে ব্যর্থতার প্রশ্নে টাইগারদের প্রধান এই কোচ বললেন, ‘আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।
তিনি আরও বলেন যে আমি কোচ হিসেবে থাকবো কি থাকবো না সেই সিদ্ধান্ত বোর্ডের। তবে দলকে পরিবর্তনের আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর।