11/15/2025 প্রায় ৫০ বছর পর সরাইলে আওয়ামীলীগের জয়
অনলাইন ডেস্ক
৬ November ২০২৩ ০৯:৪৬
জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহজাহান আলম জয়ী হয়েছেন। গতকাল রবিবার এই আসনে ভোট নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ প্রার্থী মো. শাহজাহান আলম ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীকের জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট। এই আসনে প্রায় ৫০ বছর পর কোনো আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলেন। এর আগে সর্বশেষ ১৯৭৩ সালে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী তাহেরউদ্দিন ঠাকুর সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া গত তিন নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি।