11/15/2025 গলাচিপায় ৫ দিনব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
১৫ November ২০২৩ ১৬:৩১
মোঃ নাসির উদ্দিন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টায় উপজেলার প্রান্তিক হাঁস, মুরগি, গরু মহিষ, ভেড়া চাষী খামারিদের নিয়ে সমন্বিত পারিবারিক খামার ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল ইসলাম, গলাচিপা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার সজল দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, জেলা সহকারী প্রকৌশলী ও প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন ও সিএস গাজী নিয়াজ মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জেয়াদুল কবির।
প্রশিক্ষনে প্রধান অতিথি উপস্থিত প্রশিক্ষনার্থীদের গুরুত্ব এবং বাস্তব জীবনে বায়োগ্যাস উৎপাদন করে স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান জানান।