11/18/2025 মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআইয়ের নতুন সিইও মিরা মুরাতি
অনলাইন ডেস্ক
১৮ November ২০২৩ ২৩:৪৭
চ্যাটজিপিটি তৈরি করে সাড়া ফেলে দেওয়া মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরা মুরাতি (৩৪)। পূর্বে তিনি একই প্রতিষ্ঠানে প্রধান প্রযুক্তিবিদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ওপেনএআইয়ের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে সরিয়ে দেওয়া হয়।
মিরা মুরাতি সময়মতো চ্যাটজিপিটির আধুনিকায়ন নিশ্চিত করেছেন। মাইক্রোসফট ও প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের সঙ্গে ওপেনএআইয়ের সম্পর্ক দেখভাল করেছেন। এ ছাড়া ওয়াশিংটন ও ইউরোপে প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে কাজ করবে, সেই খসড়া নীতি নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।