11/14/2025 জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বহাল
অনলাইন ডেস্ক
১৯ November ২০২৩ ১৩:৪৫
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে দলটির করা আপিল আজ রবিবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
শুনানিতে আপিলের পক্ষে আইনজীবী না থাকায় রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে এক দশক আগে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সে রায়ই বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।