11/14/2025 সিলেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১০
স্পোর্টস ডেস্ক
২৮ November ২০২৩ ১৯:২৮
দ্বিতীয় সেশন শেষ হওয়ার এক ওভার আগেও ম্যাচ বাংলাদেশের অনুকূলে ছিল। পাঁচ বলের ব্যবধানে দুই সেট ব্যাটার মমিনুল হক ও মাহমুদুল হাসান জয়কে হারিয়ে ব্যাকফুটে যায় বাংলাদেশ। ১৮০ রানে দুই উইকেট থেকে ১৮৪ রানে চার উইকেট নেই স্বাগতিকদের।
সেই যে ব্যর্থতার শুরু, তৃতীয় সেশনেও অব্যাহত থাকে সেটি। শেষ পর্যন্ত অলআউট হয়নি বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১০ রান।
এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।