11/16/2025 গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব
অনলাইন ডেস্ক
৩০ November ২০২৩ ০৮:০১
বিএনপি-জামায়াত ও তাদের সমমনাদের ভোট বর্জনের ডাকের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদল।
বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় পুরো বিশ্ব।
আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আশা প্রকাশ করে বলেছেন, সংসদ নির্বাচনের বিষয়ে সাংবিধানিক সীমাবদ্ধতা বুঝতে পেরেছেন প্রতিনিধিদলের সদস্যরা।
বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।