11/16/2025 নির্বাচনে প্রতিবন্ধকতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: ইসি
অনলাইন ডেস্ক
৯ December ২০২৩ ১৯:১৮
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যেকোনো কার্যক্রম অবশ্যই নির্বাচন পরিপন্থী হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
যেসব রাজনৈতিক দল নির্বাচনের বাইরে আছে, তারা যদি কোনো সভা সমাবেশ করে তাহলে সেটা ইসির এখতিয়ারের মধ্যে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আরও বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যেকোনো কার্যক্রম অবশ্যই নির্বাচনী পরিপন্থী হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে যে প্রচলিত বিধি-বিধান ও আইন আছে, তা সবার জন্য প্রযোজ্য হবে।