11/18/2025 গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস ১০৪ মসজিদ, ৩ গির্জা
অনলাইন ডেস্ক
১০ December ২০২৩ ১৬:৪৪
ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার সবচেয়ে বড় ও দেড় হাজার বছরের পুরোনো আল ওমারি মসজিদ। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১০৪টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তম শতকে গাজা সিটির কেন্দ্রস্থলে নির্মিত হয় দ্য গ্রেট ওমারি মসজিদ।
শুক্রবার মসজিদটির ধ্বংসস্তুপের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে হামাস বলেছে, আল ওমারি মসজিদ ছাড়াও এ পর্যন্ত গাজার ১০৪টি মসজিদ ও তিনটি গির্জা ধ্বংস করেছে ইসরায়েল।
সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি