11/14/2025 মহাখালীর ফিলিং স্টেশনে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
অনলাইন ডেস্ক
১১ December ২০২৩ ১৫:২২
রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় মাসুম (২৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
আজ সোমবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে আজ সকালে আমির হোসেন সুমন (৩২) নামে একজন মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, মাসুমের শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে সকালে মারা যান আমিন হোসেন সুমন।
গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীতে রয়েল পেট্রল পাম্পে বিস্ফোরণ ঘটে।