11/15/2025 আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটে অসন্তোষ নেই: হানিফ
অনলাইন ডেস্ক
১১ December ২০২৩ ১৮:০০
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন ‘আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের কোন দলের মধ্যেই অসন্তোষ নেই’। নিয়মিত বৈঠক চলছে, খুব দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি হবে। তিনি বলেন- জোটের শরিকরাও নৌকা প্রতীক নিয়েই ভোট করবেন।
সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় অংশ নেবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আসগর আলী উপস্থিত ছিলেন।