11/14/2025 সাইদ খোকন দোয়ার জন্য গেলেন ফিরোজ রশীদ এর কাছে
odhikar patra
১৮ December ২০২৩ ১৮:২০
ঢাক ০৬ এর আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও ঢাকা দক্ষিন সিটি করপোরেশন এর সফল সাবেক মেয়র সাঈদ খোকন আজ দুপুর ১২ টার দিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের ধানমন্ডির বাসায় দোয়া নিতে যান।
সাঈদ খোকন বলেন, ‘আমরা এক সঙ্গে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আজ চাচার কাছে এসেছি দোয়া নিতে। চাচা আমাদের পাশে থাকবেন সেই আশা করি। আমাদের সম্পর্কটা এতই গভীর ছিল যে নির্বাচনে প্রতিপক্ষ হব তা কখনো ভাবিনি। আমরা এক সঙ্গে আছি, থাকব।’
সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ আমাদের বন্ধু, একসঙ্গে রাজনীতি করেছিলাম। তাই যখনই বুঝতে পেরেছি সাঈদ খোকনের মনোনয়ন বৈধ হয়েছে তখনই সিদ্ধান্ত নিয়েছি আমরা একসঙ্গে কাজ করব।’
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগিতে ‘ঢাকা-৬ আসন’ নিয়ে সমঝোতা না হলে ফিরোজ রশীদ ভোট থেকে সরে যান। তবে এর আগের দুই নির্বাচনে নৌকার সঙ্গে সমঝোতায় এ আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি।