11/14/2025 রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৩৩
অনলাইন ডেস্ক
২৩ December ২০২৩ ১৮:৫৩
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ১০ পিস ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ৩ কেজি গাঁজা, ১৩৫ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিএমপি’র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়।