11/18/2025 তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৪ বছরের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
৩১ January ২০২৪ ১২:৩৯
এবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
একই সঙ্গে আদালত ইমরান খানকে অভ্যন্তরীণ রাজনীতিতে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছেন। পাশাপাশি এই দম্পতিকে ১.৫৭৩ বিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করেছেন।
বুধবার এই রায় ঘোষণা করেন ইসলামাবাদের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের (সাইফার) মামলায় ইমরান খান এবং তার দল পিটিআইয়ের সহ-সভাপতি শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত।
সূত্র: ডন, জিও টিভি, আল জাজিরা