11/14/2025 ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুনেরা : আইসিটি প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
৩ February ২০২৪ ১৭:২০
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশের তরুণেরা নেতৃত্ব দেবে ডিজিটাল বিশ্বের। তাঁদের সুযোগ্য করে গড়ে তুলতে হবে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ওপর জোর দিতে হবে। আমরা নিজেদেরকে স্মার্ট হিসেবে গড়ে তুললে দেশও স্মার্ট দেশ হিসেবে গড়ে উঠবে।
পলক আরও বলেন, ‘সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ তৈরী করতে হবে। প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ থেকে হবিগঞ্জ জেলার ২৬৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে ল্যাপটপ বিতরন করেন।