11/14/2025 লালমনিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বলন।
Mahbubur Rohman Polash
১৫ December ২০১৭ ১১:৫৭
হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ আ’লীগ লালমনিরহাট জেলা শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার সদর হাসপাতাল থেকে বিডি.আর গেট হয়ে জেলা আ’লীগ সম্পাদক মতিয়ার রহমানের বাসা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার ধারে দাড়িয়ে এ মোমবাতি প্রজ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, সহ-সভাপতি সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সেচ্ছা সেবকলীগের সভাপতি সাইফুল ইসলামসহ আ’লীগ ও ছাত্রলীগের জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতা-কর্মী এবং সর্ব সাধারন উপস্থিত ছিলেন।