11/14/2025 জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি : আইইবি
অনলাইন ডেস্ক
২৩ February ২০২৪ ১১:০৯
২৩ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : 'জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কৃষিতে প্রভাব' শীর্ষক আজ এক সেমিনারে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি।
সেমিনারে বক্তারা বলেন, 'অতি তাপমাত্রা, খরা, অকাল বন্যাসহ জলবায়ু পরিবর্তনের ফলে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ। কৃষিক্ষেত্রে সেই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কৃষি উন্নয়নে পানি, বিদ্যুৎ এবং বায়ু অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন পানি, বায়ু এবং কৃষি এবং পয়:নিষ্কাশন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি। '
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এই সেমিনারের আয়োজন করে।