11/14/2025 প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশমন্ত্রী
অনলাইন ডেস্ক
২৪ February ২০২৪ ১৭:১৪
ইটভাটা বন্ধ করতে সরকার ১০০ দিনের কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, ‘১০০ দিনের কর্মসূচিতে অবৈধ ইটভাটার বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধ করে দেব। এগুলো শুধু বন্ধ নয়, যাতে পরবর্তীতে আর চালু না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।