11/14/2025 সরকার চরম নির্মম নিষ্ঠুরতা দেখাচ্ছে : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
২৮ February ২০২৪ ২৩:৩১
গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনাকে ‘দখলদার সরকারের চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় বুধবার রাতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুন্ন করে জনগণসহ বিরোধী দলগুলোর ওপর আরও তীব্র মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে। চরম নির্মম নিষ্ঠুরতা দেখাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি, জনগণের শক্তির কাছে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠীকে অচিরেই মাথানত করতে হবে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব আহত জোনায়েদ সাকিসহ নেতা-কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।