11/14/2025 রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
৭ March ২০২৪ ২২:১৭
৭ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের কাজ হলো নাশকতা করা, ধ্বংসলীলাই তাদের কাজ। জনগণ তাদের প্রত্যাখান করেছেন।
তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে থেকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে। গণতান্ত্রিকভাবে তারা কখনো ক্ষমতায় আসেনি। তারা কখনো জনগণের চিন্তা করে না। সবসময় চিন্তা করে কিভাবে ক্ষমতায় আসবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।