11/14/2025 ৩০ ডিসেম্বর সকাল ১১টায় পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ
Mahbubur Rohman Polash
২১ December ২০১৭ ১৬:৫৮
জেএসসি ও জেডিসি পরীক্ষার মতো প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও ঘোষণা করা হবে আগামী ৩০ ডিসেম্বর। ওইদিন ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।
বৃহস্পতিবার তিনি জানান, ৩০ ডিসেম্বর বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এ ফল তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। এরপর শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদী সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩০ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফলে এবার দু'টি পরীক্ষার ফল এক দিনে দেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রানুযায়ী, তারা আগামী ২৭ বা ২৮ ডিসেম্বর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রকাশের ইচ্ছার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল। এরপর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণশিক্ষা সচিবকে পাঠানো এক চিঠিতে জানানো হয়,৩০ ডিসেম্বর সকাল ১১টায় পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।