11/14/2025 জিম্বাবুয়ে সিরিজে সৌম্য সরকারকে নিয়ে আশঙ্কা
স্পোর্টস ডেস্ক
২৮ March ২০২৪ ২৩:৫৪
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়েকে ক্রিকেট দল। ৩ মে শুরু দুই দলের মাঠে লড়াই। এই সিরিজ সৌম্য সরকারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাদা বলের ক্রিকেটে নিয়মিত হলেও এই বাঁহাতি ব্যাটারকে ছাড়া দল দিতে হবে নির্বাচকদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বাঁ-হাঁটুতে পাওয়া চোটে ঠিকঠাক হাঁটতে পারছেন না সৌম্য। তার সেরে উঠতে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে মাঠে ফিরতে আরো সময় অপেক্ষা করতে হবে সৌম্যকে। এজন্য আসন্ন জিম্বাবুয়ে সিরিজে এই অলরাউন্ডকে বিবেচনায় রাখছেন না নির্বাচকরা।