11/14/2025 বিএনপি ও আওয়ামীলীগের সমাবেশ স্থগিত
অনলাইন ডেস্ক
২২ April ২০২৪ ২৩:৩৭
আগামী ২৬ এপ্রিল রাজধানীতে সমাবেশ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ছিল দুই দলের প্রথম পাল্টাপাল্টি কর্মসূচি।
আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের অনুমতি না পাওয়ায় সভা স্থগিত করেছে তারা। আর বিএনপি বলছে, তীব্র তাপদাহের কারণে আপাতত কর্মসূচি থেকে বিরত থাকছে দলটি।
আগামী শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির আর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার কথা ছিল।